Tense কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণসহ জেনে নিন

আপনি যদি ইংলিশ গ্রামারে বা ইংলিশে পারদর্শী হতে চান তাহলে অবশ্যই আপনাকে Tense কাকে বলে কত প্রকার ও কি কি সম্পর্কে জানতে হবে। এটি বাক্য গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই টেন্স ছাড়া আপনি কখনো ইংলিশ ভালোমতো শিখতে পারবেন না। তাই আপনি যদি ইংলিশে বা ইংলিশ সাবজেক্টে পারদর্শী হতে চান তাহলে আপনাকে অবশ্যই Tense সম্পর্কে জানতে হবে এবং আজকের পোস্টটিতে আমরা Tense কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা করার চেষ্টা করব।
Tense কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণসহ
তাই আপনি যদি ইংলিশ গ্রামারে পারদর্শ হতে চান এবং ইংলিশ সাব্জেক্টিতে ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে ক্রিয়ার কাল অর্থাৎ Tense সম্পর্কে জানতে হবে।Tense সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকা

আপনাদের মধ্যে অনেক মানুষ বা স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশ ভালো করে শিখতে চান আবার ইংলিশে ভালো করে কথা বলতে চান। তবে তারা তা পারেন না এর একটা কারণ হলো ইংলিশ গ্রামার মূল বিষয় Tense সম্পর্কে না জানা। আপনি যদি Tense সম্পর্কে না জেনে থাকেন তাহলে কখনোই ইংলিশে পারদর্শী হতে পারবেন না। 

আপনি যেকোন বাক্য তৈরি করতে হলে Tense এর প্রয়োজন হবে। আজকের আর্টিকেলটিতে আমরা Tense কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা করার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।

Tense কাকে বলে

ক্রিয়ার সম্পন্ন হওয়ার সময়কে কাল বা Tense বলে। ইংলিশে বলা যায় The time when the action is completed is called Tense।Tense প্রধানত তিন প্রকারঃ

Present Tense (বর্তমান কাল): সাধারণ ভাবে বর্তকালে কোন কাজ হয়, হচ্ছে, হয়েছে বা একটু দীর্ঘ সময় ধরে হচ্ছে, এমন বুঝালে verb-এর Present tense (A verb that refers to the present time, is called Present tense) উদাহরণসহঃ
  • আমি কাজটি করি-I do the work
  • আমি কাজটি করছি- I am doing the work. 
  • আমি কাজটি করেছি - I have done the work.
  • আমি দুই দিন যাবৎ কাজটি করছি-I have been doing the work for two days.
Past Tense (অতীত কাল):অতীতে কোন কাজ হয়েছিল বা ঘটেছিল এমন বুঝালে verb-এর Paste Tense হয়। ( A verb that refers to the past time, is said to be in the Past Tense.) যথা-
  • আমি কাজটি করলাম- I did the work.
  • আমি কাজটি করতেছিলাম I was doing the work. 
  • সে আসার পূর্বে আমি কাজটি করেছিলাম - I had done the work before he came.
  • আমি কাজটি করতেছিলাম - I had been doing the work.
Future Tense (ভবিষ্যৎ কাল): যে verb দ্বারা কোন কাজ ভবিষ্যতে হবে, হতে থাকবে, হয়ে থাকবে বা হয়ে আসতে থাকবে, এমন বুঝালে verb-এ Future tense (A verb that indicates future time, is called Future tense) । যথা-
  • আমি কাজটি করব- I shall do the work.
  • আমি কাজটি করতে থাকিব- I shall be doing the work.
  • আমি বৈকাল ৫টার মধ্যে কাজটি করে থাকব- I shall have done th work by 5 pm..
  • তখন আমি ঐ সময় কাজটি করে আসতে থাকব- I shall have bee doing the work at that time.

Tense প্রকারভেদ

প্রত্যেকটি Tense আবার চার ভাগে বিভক্ত। যথাঃ

Present Tense (বর্তমান কাল)

Present Tense (বর্তমান কাল) চার ভাগে বিভক্ত। যেমনঃ
  • Present Indefinite Tense
  • Present Continuous Tense
  • Present Perfect Tense
  • Present perfect Continuous Tense
Present Indefinite Tense: সাধারণ বর্তমান কাল সাধারণভাবে বর্তমান কালে, কোন কাজ হয়, এমন কাজ, 'অভ্যাসগত কাজ",ঐতিহাসিক সত্য ঘটনা', 'চিরন্তন সত্য' বা নিকট ভবিষ্যৎ (near future) বুঝালে, তাকে Present Indefinite Tense (Simple Present) বলে। যেমনঃ
  • I eat rice (আমি ভাত খাই) 
  • I do the work (আমি কাজটি করি)
চেনার উপায়ঃ বাংলায় ক্রিয়ার শেষে 'ই' 'অ' 'এ' চিহ্ন থাকে। যথা- 
  • আমি ভাত খাই (ই-চিহ্ন)
  • সে কাজটি করে (এ-চিহ্ন)
গঠন পদ্ধতিঃ অনুবাদ করার সময় প্রথমে Subject (কর্তা) + পরে মূল verb-এর present form হয়। যথা-
  • আমি কাজটি করি-I + do the work
  • Subject (কর্তা) third person একবচন হলে মূল verb-এর সাথে 's' বা 'es' হবে। যথা--
  • সে কাজটি করে ('এ' চিহ্ন) Hé + does + the work.
  • করিম ভাত খায় (অ-চিহ্ন)-Karim eats + rice.
Present Continuous Tense: বর্তমানে কোন কাজ চলছে বা ঘটছে, এখনও শেষ হয় নি, এরূপ বুঝাতে Verb- এর Present continuous tense হয়। যথা-
সে খেলছে-He + is + play+ing

চেনার উপায়ঃবাংলায় ক্রিয়ার শেষে সাধু ভাষায় 'তেছি' 'তেছ' 'তেছে' বা 'তেছেন' বা কথ্য ভাষায় 'ছি', 'ছ', 'ছে' বা 'ছেন' চিহ্ন থাকবে। যথা-

(i) তিনি যাই+তেছেন বা তিনি যাচ্ছেন। (ii) তুমি খেলিতেছ বা তুমি খেলছ । গঠন প্রণালী ঃ সংক্ষেপ রূপ : Sub + am/is/are+ মূল verb + 'ing' 1. Subject (কর্তা)-এর পর সাহায্যকারী verb am, is বা are-এর একটিহবে।
 2. তারপর মূল verb বসবে এবং ঐ verb এর সাথে 'ing' যোগ করতে হবে। যথা-
সে ভাত খাচ্ছে-He is eating + rice

Present Perfect Tense: এইমাত্র যে কাজ শেষ হয়েছে অথচ ফলাফল এখনও বর্তমান আছে এমন বুঝাতে verb-এর Present Perfect Tense হয়। যথা-
  • সে এ কাজটি করেছে- He has done the work.

চেনার উপায়ঃ সাধু ভাষায় বাংলার ক্রিয়ার শেষে ‘য়াছি, যাছ’ ‘য়াছে’ বা ‘য়াছেন’ ইত্যাদি বা কথ্য ভাষায় ‘ছি’, ‘ছ’, ‘ছে” বা “ছেন'। 
গঠন প্রণালীঃ
1. Subject (কর্তা)-এর পর সাহায্যকারী ‘have/has' বসাতে হবে। 
2. সাহায্যকারী Verb-এর পর মূল verb-এর Past particple হবে।
যথা- সে স্কুলে গিয়েছে : He has gone to school

Present Perfect Continuous tense: কোন কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এমন বুঝালে Present Perfect Continuous Tense (The present perfect continuous tense is used for an action which began some time in the past and is still continuing.) যথা- 
আমি ৭ দিন যাবৎ দৌড়াচ্ছি-I have been running for 7 days.

চেনার উপায়ঃ বাংলায় ক্রিয়ার শেষে সাধু ভাষায় 'তেছি', 'তেছ', 'তেছে, ‘তেছেন' বা কথ্য ভাষায় ‘ছি', ‘ছ', 'ছে’, ‘ছেন' এবং 'যাবৎ' বা 'ধরে' (ধরিয়া) কথা উল্লেখ থাকবে ।

গঠন প্রণালীঃ
1. অনুবাদ করার সময় Subject (কর্তা)-এর পর সাহায্যকারী Verb has been বা have been' বসে।
2. সাহায্যকারী Verb-এর পর মূল verb-এর সাথে 'ing' যোগ করতে হবে। যথা- আমি তিন দিন যাবৎ (ধরে) খেলছি I + have been + playing + for 3 days.

Past Tense (অতীত কাল)

Past Tense চার প্রকারঃ

Past Indefinite Tense: অতীতকালে কোন কাজ ঘটেছিল বা করেছিল বা অতীতের কোন অভ্যাস বুঝাতে Past Indefinite (Simple Past) Tense (The Past Indefinite Tense (Simple Past Tense) is used to express a simple action in the past or a past habit.) যথা-
আমি খেলাম I ate.
আমি তাকে ভালবাসতাম I used to love her. 

চেনার উপায়ঃ 
1. বাংলা ক্রিয়ার শেষে 'লাম', 'লে', 'লেন' বা 'ত', 'তাম', 'তেন' ইত্যাদি চিহ্ন থাকবে। 

গঠন প্রণালীঃ
2. Subject (কর্তা)-এর পর মূল Verb-এর Past formহবে। যথা- 
আমি ভাত খাই-I eat rice (Simple Present.)

Past Continuous Tense: কোন কাজ অতীতে শুরু হয়ে অতীতে চলছিল বুঝালে, Past Continuous Tense বলে। (The Past Continuous Tense is used to denote the action of a verb that continued for some time in the past.) যথা- 
আমি মাছ ধরছিলাম-I + was + catch+ing fish.
বালকটি সব সময় ঘ্যান ঘ্যান করছিল- The boy was always whoming. 

চেনার উপায়ঃ বাংলায় ক্রিয়ার শেষে সাধু ভাষায় তেছিলাম (চ্ছিলাম), (চ্ছিল), তেছিলে (চ্ছিলে) ইত্যাদি চিহ্ন থাকে। যথা- আমি বাড়ী যাচ্ছিলাম।

গঠন প্রণালীঃ Subject (কর্তা)-এর পরে সাহায্যকারী Verb ‘was' বা 'were' হবে।

Past Perfect Tense: দুটি অতীত কালের কাজ সম্পন্ন হওয়ার মধ্যে যেটি আগে ঘটেছিল তাকে Past Perfect Tense বলে। যেমনঃ
ডাক্তার আসিবার পূর্বে রোগিটি মারা গেল - The patient had died before the doctor came.
গঠনঃ Subject + had + Verb এর Past Participle রূপ + Object

Past Perfect Continuous Tense: অতীত কালে দুটি কাজের মধ্যে একটি কাজ শেষ হবার পূর্বে আরেকটি কাজ কিছু সময় পর্যন্ত চললে তাকে Past Perfect Continuous Tense বা পুরা ঘটমান অতীতকাল বলে।
এখানেও যদি দু'টি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি পূর্বে থেকে চলছিল তার Past Perfect Continuous Tense এবং যেটি পরে হয়েছিল তার Simple Past Tense (Past Indefinite Tense) হয়। যথা- 
নৌকাটি পাল তোলার পূর্বে আমি ঘাটে যাচ্ছিরাম I + had been + go + ing + to the ghat + before the boat + sailed.

চেনার উপায়ঃ অতীত কালের কাজের শেষে সাধু ভাষায় ‘তেছিল’, 'তেছিলাম', 'তেছিলে', 'তেছিলেন' ইত্যাদি চিহ্ন থাকে এবং কাজের সময় উল্লেখ থাকে। যথা-
গত তিন মাস ধরে সে ভ্রমণ করতেছিল-He + had been + travelling for the last three months.

গঠন প্রণালীঃ অতীত কালে যে কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বুঝাবে, সেটিই Past Perfect Continuous Tense এবং এর অনুবাদ প্রথমে লিখতে হবে এবং পরের কাজটি Simple Past Tense (Past Indefinite Tense)-এ হবে এবং এর অনুবাদ শেষে লিখতে হবে।Subject (কর্তা)-এর পর সাহায্যকারী verb 'had been' হবে।মূল verb-এর সাথে 'ing' যোগ করতে হবে। যথা-
আমি তাকে দেখার পূর্ব পর্যন্ত সে ঢাকায় বাস করতেছিল।

Future Tense

Future Tense চার ভাগে বিভক্তঃ

Future Indefinite Tense কাকে বলে 

ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হবে বা ঘটবে এমন বোঝাতে Future Indefinite Tense হয়। যথা
আমি দিনাজপুর যাব- I + shall + go + to Dinajpur

গঠন প্রণালীঃ Subject এরপর সাহায্যকারী verb "shall" বা "will" হবে।

Future Continuous Tense কাকে বলে 

ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future Continuous Tense হয়। যেমন
সে পড়তে থাকবে- he will be reading

গঠন প্রণালীঃ Subject এরপর সাহায্যকারী verb "shall be" বা "will be" হবে। মূল verb এর সাথে ing যুক্ত হবে।

Future Perfect Tense কাকে বলে 

ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বোঝালে Future Perfect Tense হয়।

গঠন প্রণালীঃ Subject এরপর সাহায্যকারী verb "shall have" বা "will have" বসাতে হবে। যেমন
সে সূর্য উদয়ের পূর্বে কাজটি সম্পন্ন করবে - He will Have completed the work before the Sun sets

Future Perfect Continuous Tense কাকে বলে

ভবিষ্যতে কোন কাজ শুরু হবার পূর্বে অন্য একটি কাজ চলতে থাকবে এরূপ বোঝালে verb এর Future Perfect Continuous Tense হয়।

গঠন প্রণালীঃ Subject এরপর সাহায্যকারী verb "shall have been" বা "will have been" বসাতে হবে। সাহায্যকারী verb এরপরে মূল verb এর সাতে ing যোগ করতে হবে।

শেষ কথা

আশা করছি আপনারা ইংরেজিতে ভালো শিখতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই Tense কাকে বলে কত প্রকার ও কি কি সম্পর্কে জানতে হবে। যদি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url