ল্যাপটপের সমস্যায় করণীয় - ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে করণীয়
ল্যাপটপের সমস্যায় করণীয়-আজকের পোস্টটিতে ল্যাপটপের সকল সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করা হবে। আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটারে কোন সমস্যা হয়ে থাকে তাহলে সেটি সমাধান করার চেষ্টা করা হবে আজকের পোস্টটিতে। চলুন জেনে নেওয়া যাক কম্পিউটার বা ল্যাপটপের সকল সমস্যার সমাধান ও ল্যাপটপ ভিজে গেলে কি করবেন।
আপনাদের কারো যদি ল্যাপটপ বা কম্পিউটারে কোন ধরনের সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের আর্টিকেল হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবগুলো সমস্যা সম্পর্কে তুলে ধরা হবে।
ল্যাপটপ ভিজে গেলে করনীয় কি
ল্যাপটপ ভিজে গেলে তাৎক্ষণিকভাবে যা করবেন তা আমরা এখন গুরুত্ব সহকারে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক ল্যাপটপ ভিজে গেলে কি করবেন।
- চা, কফি বা পানি পড়লে দ্রুত ল্যাপটপ বন্ধ করে দিন; যত দ্রুত বন্ধ করা যাবে ততই বিপদের আশঙ্কা কম হবে।
- বন্ধ করার পর এর সব যন্ত্রাংশ যেমন মাউস, ইউএসবি ক্যাবল, ফ্ল্যাশ ড্রাইভের সংযোগ আলাদা করুন।
- এবার ভেজা অংশ খুব সাবধানের সাথে নরম কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে।
- কিবোর্ড মোছার ক্ষেত্রে কটন বার ব্যবহার করলে ভালো হবে।
- ল্যাপটপ উপর করে রাখুন যেন ভিতরের অংশে পানি না ঢুকে।
- ল্যাপটপের ব্যাটারি আলাদা করে ফেলুন।
- প্রাথমিক কাজগুলো শেষ হলে পুরোপুরি না শুকানো পর্যন্ত ল্যাপটপ চার্জ দেওয়া কিংবা চালু করা যাবে না
ল্যাপটপের র্যামে সমস্যা হলে কী হবে?
ল্যাপটপের র্যামে এ সমস্যা হয়েছে কিনা কিভাবে বুঝবেন তা নিম্নে উল্লেখ করা হলোঃ
- বড় কোন সফটওয়্যার চলবে না।
- এছাড়াও বুট হতে সময় বেশি লাগবে।
- ল্যাপটপ বারবার হ্যাং হবে এবং স্লো হয়ে যাবে।
- অনেক সময় ল্যাপটপ চালু করার মার স্ক্রিন কালো হয়ে থাকতে পারে।
- র্যান্ডমলি ক্র্যাশ বা রিবুট হবে।
- গেম, ফটোশপ ইত্যাদির মতো বেশি মেমরি ব্যবহার করে এমন সফটওয়্যার চালানোর সময় ক্র্যাশ করে।
- আপনার পিসির স্ক্রিনে উদ্ভট বা বিকৃত গ্রাফিক্স আসবে
- বুট করতে ব্যর্থ হবেন
- পাওয়ার বাটনে চাপ দেয়ার পর থেকে বারবার বীপ শব্দ করবে।
ল্যাপটপ ফাস্ট করতে যা করবেন
- ল্যাপটপে থাকা অপ্রয়োজনীয় প্রোগ্রাম বা ফাইলগুলো মুছে ফেলার চেষ্টা করুন।
- ফাইল মুছে ফেলার পর ডিক্স ড্রাইভ ডিপার্টমেন্ট করে নিবেন।
- অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো আনইন্সটল করে দিন।
- ল্যাপটপে নতুন উইন্ডোজ আপডেট আসলে আপডেট করে নিন।
- ল্যাপটপে এক্সট্রা পাওয়ারফুল রেম লাগান।
- হার্ড ড্রাইভ প্রতিনিয়ত আপডেট করা প্রয়োজন।
- ল্যাপটপে থাকা ড্রাইভার সফটওয়্যার গুলো আপডেট করুন।
উপরোক্ত নিয়মগুলো মেনে চললে আপনারা অবশ্যই আপনাদের ল্যাপটপ ফাস্ট করতে পারবেন অর্থাৎ ল্যাপটপের গতি বাড়াতে পারবেন এবং যেকোনো ধরনের কাজ অনায়াসে করতে পারবেন।ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে করণীয় কী কী আমরা অলরেডি জেনেছি।
ল্যাপটপের টাচপ্যাড কাজ না করার কারণ
ল্যাপটপের টাচপ্যাড বিভিন্ন কারণে কাজ নাও করতে পারে। চলুন জেনে নেই কি কারণে ল্যাপটপের টাচপ্যাড কাজ করে না।
- ল্যাপটপের অপারেটিং সিস্টেম সম্ভবত ফ্রোজেন হয়ে থাকতে পারে
- ল্যাপটপে ত্রুটিপূর্ণ হার্ডওয়্যার থাকতে পারে।
- ল্যাপটপের টাচপ্যাড সেটিংস ইনএক্টিভ আছে।
- ল্যাপটপে পুরানো বা corrupted ড্রাইভার থাকতে পারে।
- ল্যাপটপে corrupted File বা সফ্টওয়্যার থাকতে পারে।
- ময়লা এবং ধুলো আপনার টাচপ্যাডে আটকে থাকতে পারে।
ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে করণীয় কী কী
আপনার ল্যাপটপের টাচপ্যাড কি আপনাকে কষ্ট দিচ্ছে? সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ
- আপনার টাচপ্যাড পরীক্ষা করুন, যেমন ফাটল বা আলগা সংযোগ। যদি আপনি কোন সমস্যা খুঁজে পান, তাহলে এটি সমস্যার কারণ হতে পারে।
- ড্রাইভার আপডেট বা পুনরায় ইনস্টল করুন। অনেক সময় ল্যাপটপে পুরনো ড্রাইভার থাকলে টাচপ্যাড কাজ করে না, তাই সবসময় ড্রাইভার আপডেট রাখুন।
- টাচপ্যাড ড্রাইভার আপডেট বা পুনরায় ইনস্টল করতে ডিভাইস ম্যানেজার ব্যবহার করুন।
- কখনও কখনও, টাচপ্যাড দুর্ঘটনাক্রমে একটি কীবোর্ড শর্টকাট দ্বারা বন্ধ হয়ে যায়। টাচপ্যাড আইকনের সাথে মিলিত একটি ফাংশন কী (যেমন, Fn) খুঁজে বের করুন এবং টাচপ্যাড সক্ষম করতে এটি টিপুন৷
- টাচপ্যাড পরিষ্কার করুন, টাচপ্যাড ধুলাবালি বা ময়লা জমে থাকতে পারে তাই নরম কাপড় দিয়ে হালকা ভাবে পরিষ্কার করে নিন।
- আপনি যদি মাউস ব্যবহার করেন তাহলে টাচপ্যাড যদি কাজ না করে তাহলে মাউস খুলে চেক করে দেখবেন। কারণ অনেক ল্যাপটপে শুধু টাচপ্যাড কাজ করে।
- ল্যাপটপ বন্ধ করে পুনরায় চালু করুন অর্থাৎ ল্যাপটপ রিস্টার্ট করুন।
- সেফ মোডে আপনার ল্যাপটপ বুট করলে শুধুমাত্র প্রয়োজনীয় ড্রাইভার লোড হবে, যাতে করে বুঝতে পারবেন থার্ড পার্টি সফটওয়্যার কোন সমস্যা করছে কিনা টাচপ্যাডএ।
শেষ কথাঃ ল্যাপটপ ভিজে গেলে কি করবেন
প্রিয় পাঠক আশা করছি আপনারা ল্যাপটপ ভিজে গেলে কি করবেন এবং ল্যাপটপ এর কিছু সমস্যার সমাধান ও কারণ তুলে ধরেছি। উক্ত কারণগুলো জেনে অবশ্যই ল্যাপটপ সার্ভিসিং করাবেন এবং ভালোমতো সঠিকভাবে ব্যবহার করবেন।কাজের ক্ষেত্রে ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
কিছু পদক্ষেপ মেনে আপনারা টাচপ্যাডের সমস্যা সমাধান করতে পারবেন। আর মনে রাখবেন ড্রাইভার সবসময় আপডেট রাখবেন, টাচপ্যাড পরিষ্কার করবেন। প্রয়োজন অনুযায়ী সেটিংসে দেখাশোনা করবেন যে টাচপ্যাড অফ আছে কিনা। সকল পদক্ষেপ ব্যর্থ হলে আপনারা একজন পেশাদার মেকানিক্স এর কাছে দেখাতে পারেন।