ssd ব্যবহারের সুবিধাসমূহ - Advantages of using ssd

বর্তমানে পৃথিবীতে সকলে আমরা অফিস আদালতে যে কোন কাজ করতে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে থাকি। বর্তমানে এই ল্যাপটপ বা কম্পিউটারে দ্রুত গতি সম্পন্ন এসএসডি লাগানো থাকে। আগে লাগানো থাকতো হার্ডডিস্ক তবে এখন দ্রুতগতি এসএসডি লাগানো থাকে। আজকের পোস্টটিতে আমরা ssd ব্যবহারের সুবিধাসমূহ - Advantages of using ssd নিয়ে আলোচনা করব।
ssd ব্যবহারের সুবিধাসমূহ - Advantages of using ssd
আপনি কি জানেন এস এস ডি ব্যবহারে আপনার কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে অনেক ফাস্ট। আপনি ল্যাপটপ বা কম্পিউটারে এসএসডি ব্যবহার করে ফাস্ট করতে হবে। ফলে আপনার কম্পিউটার দ্রুত গতি সম্পন্ন ভাবে কাজ করবে। চলুন আমরা জেনে নেই এসএসডি ব্যবহারের সুবিধা।

ssd ব্যবহারের সুবিধাসমূহ - Advantages of using ssd

এস এস ডি ব্যবহারে অনেক সুবিধা রয়েছে যা আমরা নিম্নে উল্লেখ করবো।ssd ব্যবহারের সুবিধাসমূহঃ
  • সাধারণ হার্ড ড্রাইভের চেয়ে SSD এর গতি অনেক বেশি
  • Shock resistant হওয়ায় SSD ব্যবহারে কম্পিউটার ডেটার কোন ক্ষতি হয় না
  • বিদ্যুৎ এর খরচ কমায়
  • HDD এর তুলনায় লাইফটাইম অনেক বেশি
  • SSD এর ভিতর moving part না থাকায় কম শব্দ ও তাপ উৎপন্ন হয়
  • এসএসডিগুলি এইচডিডিগুলির চেয়ে বেশি টেকসই এবং নির্ভরযোগ্য। 
  • এসএসডিগুলি কম তাপ উৎপন্ন করে, যা এসএসডির আয়ু বাড়াতে সাহায্য করতে পারে।
  • এসএসডি এইচডিডি থেকে ছোট এবং হালকা।
  • তাদের ল্যাপটপ এবং ট্যাবলেটের মতো পোর্টেবল ডিভাইসে ব্যবহারের জন্য আদর্শ করে তোলে।
  • SSD গুলি কোন শব্দ করে না কারণ তাদের কোন চলমান অংশ নেই।

SSD কেনার আগে যা জানা জরুরি

  • আকৃতিভেদে SSD-র কার্যকারিতা একেক রকম হয়। তাই কেনার আগে এটা SATA SSD, M2 SSD নাকি অন্যকিছু তা দেখে নিন।
  • বিভিন্ন ত্রুটি ঠিক করতে অনেক সময় SSD-র Firmware Update করার দরকার হয়, তাই কেনার আগে SSD তে Firmware Update Tools ব্যবস্থা আছে কিনা দেখে নিন।
  • অত্যাধিক তাপমাত্রায় SSD-র আয়ুকাল কমে এবং গতি ও কমে যায়। SSD কেনার আগে খেয়াল রাখতে হবে তাপমাত্রা ৬০° এর উপরে যেন না যায়।
  • দাম ও ব্র্যান্ড ভেদে SSD-র Speed কম বেশি হয়ে থাকে। তাই কেনার আগে Specification দেখে বাছাই করে কিনুন।
  • অনেক SSD তে Lifetime উল্লেখ করা থাকে যা Official site থেকে পাওয়া যায়। তাই কেনার আগে এটি দেখে নিতে পারেন।

ল্যাপটপের গতি বাড়াতে যা করবেন

  • অপ্রয়োজনীয় প্রোগ্রাম এবং ফাইল মুছে ফেলুন
  • ফাইল মুছে ফেলার পর ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করা প্রয়োজন
  • অদরকারি সফটওয়্যার আনইন্সটল করুন
  • নতুন আপডেট আসলে সফটওয়্যার আপডেট করুন
  • বাড়তি র‍্যাম লাগান
  • হার্ড ড্রাইভ আপগ্রেড করা প্রয়োজন

শেষ কথাঃ Advantages of using ssd

প্রিয় পাঠক আশা করছি আপনারা এসএসডি ব্যবহারের সুবিধা এবং এসএসডি কেনার আগে যে বিষয়গুলো দেখে কিনবেন তা জানতে পেরেছেন তা ছাড়া আরও জানলেন ল্যাপটপের গতি যেভাবে বাড়াবেন। এসএসডি সম্পর্কে সকল কিছু জেনে অবশ্যই ভালো একটি এসএসডি কিনে লাগাবেন তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের পারফরম্যান্স বেড়ে যাবে। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং এসএসডি কেনায় সহযোগিতা করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লিংক বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url