অ্যান্টিভাইরাস ব্যবহারের সুবিধা ও অসুবিধা জেনে নিন

অ্যান্টিভাইরাস ব্যবহারের সুবিধা ও অসুবিধা-বর্তমানে আধুনিক যুগে আমরা সকলেই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। ল্যাপটপ বা কম্পিউটার কে সুরক্ষিত রাখার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর প্রয়োজন হয়। আর এই অ্যান্টিভাইরাস ব্যবহারের সুবিধা ও অসুবিধা রয়েছে। যা সকলের জেনে নেওয়া উচিত। আজকের পোস্টটিতে আমরা অ্যান্টিভাইরাস ব্যবহারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করব।
অ্যান্টিভাইরাস ব্যবহারের সুবিধা ও অসুবিধা
আপনি যদি এন্টিভাইরাস সফটওয়্যার এর সম্পর্কে না জেনে থাকেন তবে আজকের আর্টিকেলটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এন্টিভাইরাস সফটওয়্যার এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করা হবে।

অ্যান্টিভাইরাস ব্যবহারের সুবিধা

অ্যান্টিভাইরাস ব্যবহারের কিছু সুবিধা রয়েছে যা আমাদের সকলের জানা উচিত। নিম্নে সুবিধাগুলো আলোচনা করা হলোঃ
  • আপনার কম্পিউটারের সকল ডাটা সুরক্ষিত রাখে।
  • ইন্টারনেট ইউজ করার সময় আপনার কম্পিউটার থেকে কেউ ডাটা চুরি করতে পারবে না।
  • সবধরনের অনলাইন ট্রানজেকশন নিরাপদ থাকবে।
  • কোন চিন্তা ছাড়াই যেকোন প্রকারের সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
  • অ্যান্টিভাইরাস ব্যবহারে কম্পিউটারের প্রসেসর স্পিড বেড়ে যায়। ফলে কম্পিউটার স্লো কিংবা হ্যাং হওয়া থেকে রক্ষা পায়।
  • অ্যান্টিভাইরাস আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে ভাইরাস ধ্বংস করে সুরক্ষিত রাখে।
  • বিভিন্ন ধরনের ম্যালওয়ার টাইপের ওয়েবসাইট থেকে সুরক্ষিত রাখে।
  • যেকোনো ধরনের এক্সটার্নাল ভাইরাস লিংক স্ক্যান করে আমাদের কম্পিউটার রক্ষা করে।
  • কম্পিউটারে যেকোনো কিছু এক্সটার্নাল ভাবে ইনপুট দিলে তা অটো স্ক্যান করে ভাইরাস মুক্ত রাখে।

অ্যান্টিভাইরাস ব্যবহারের অসুবিধা

অ্যান্টিভাইরাস যেমন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ সুরক্ষা দিয়ে থাকে তেমনি কিছু অসুবিধা করে থাকে। নিম্নে অ্যান্টিভাইরাস ব্যবহারের অসুবিধা গুলো তুলে ধরা হলোঃ
  • নতুন এন্টিভাইরাস সফটওয়্যার বাজারে এলে আপনার কম্পিউটারে থাকা পুরাতন এন্টিভাইরাস সফটওয়্যার তেমন কাজে আসবে না।
  • পুরাতন এন্টিভাইরাস সফটওয়্যার কাজ করা বন্ধ করে দিবে।
  • অ্যান্টিভাইরাস সফটওয়্যার অনেক সময় আমাদের বিভিন্ন কাজে বাধা প্রদান করে থাকে। ফলে এন্টিভাইরাস সফটওয়্যারকে বন্ধ করতে হয়।
  • এছাড়া অ্যান্টিভাইরাস পুরাতন হয়ে গেলে নতুন ধরনের ভাইরাস সনাক্ত করতে পারে না। তাই আপনাকে এন্টিভাইরাস সব সময় আপডেটের ওপর রাখতে হবে।
  • বিভিন্ন ধরনের ওয়েবসাইট এ প্রবেশ করতে বাধা প্রদান করতে পারে যার ফলে এন্টিভাইরাস বন্ধ করতে হয়।
  • অনেক সময় প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ইন্সটল করতে বাধা প্রদান করে।

১০ টি এন্টিভাইরাসের নাম

চলুন আমরা এবার ১০ টি এন্টিভাইরাসের নাম জেনে আসি।
  1.  Norton AntiVirus Plus
  2. McAfee Total Protection
  3. Bitdefender Antivirus Plus
  4. Kaspersky Internet Security
  5.  Avast Free Antivirus
  6. AVG Internet Security
  7. Trend Micro Maximum Security
  8. Avira Antivirus Pro
  9. ESET NOD32 Antivirus
  10. BullGuard Premium Protection

কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার

কম্পিউটারের ভাইরাস কাটার সফটওয়্যার রয়েছে আপনার কি তা জানেন। এই সফটওয়্যার গুলোকে এন্টিভাইরাস সফটওয়্যার বলা হয়। এন্টিভাইরাস হল কম্পিউটারের ভাইরাস করার সফটওয়্যার। চলুন আমরা নিম্নে কয়েকটি ভাইরাস কাটার সফটওয়্যার এর নাম জেনে আসি।
  • নর্টন অ্যান্টিভাইরাস প্লাস
  • এফ-সিকিউর অ্যান্টিভাইরাস নিরাপদ
  • ক্যাসপারস্কি অ্যান্টি-ভাইরাস
  • ট্রেন্ড মাইক্রো অ্যান্টিভাইরাস+ সিকিউরিটি
  • Webroot SecureAnywhere অ্যান্টিভাইরাস
  • ESET NOD32 অ্যান্টিভাইরাস
  • জি-ডেটা অ্যান্টিভাইরাস
  • কমোডো উইন্ডোজ অ্যান্টিভাইরাস
  • দ্রুত নিরাময় অ্যান্টিভাইরাস
  • 360 নিরাপত্তা

এন্টিভাইরাস কেন ব্যবহার করা প্রয়োজন

আমাদের অজান্তে অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপে ভাইরাস ঢুকে পড়ে। এই ভাইরাস আমাদের কম্পিউটারে বংশবৃদ্ধি করতে থাকে। ভাইরাসের ধর্ম হলো নিজে নিজের প্রতিরূপ সৃষ্টি করা। এই ভাইরাস আমাদের কম্পিউটারকে নষ্ট করে দিতে পারে। আপনার গোপনীয় বা ইম্পর্টেন্ট ফাইল নষ্ট করে দিতে পারে। তাছাড়া ভাইরাস আমাদের কম্পিউটার বা ল্যাপটপ এ সকল কিছু এক্সেস নিয়ে উল্টাপাল্টা কাজ করে থাকে। 

এর থেকে বাঁচার জন্য আমাদের এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই সফটওয়্যার গুলো ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার সময় বাধা প্রদান করে এবং ভাইরাসকে ধ্বংস করে দেয়। কম্পিউটার যদি বাইরে থেকে থাকে সফটওয়্যার গুলো তার নিমিষেই ডিলিট করে দেয় এবং আমাদের কম্পিউটার কে সুরক্ষিত রাখে।

 কম্পিউটারে যদি ভাইরাস প্রবেশ করার চেষ্টা করে তৎক্ষণা  এন্টিভাইরাস সফটওয়্যার ভাইরাসকে ডিলিট করে এবং আমাদেরকে কম্পিউটার স্কিনে অ্যালার্ট দেয়। ভাইরাস প্রবেশ করার সময় সফটওয়্যার গুলো অটো স্ক্যান করে ফলে আমাদের আর ম্যানুয়াল স্কিন করতে হয় না। এজন্য কম্পিউটার বা ল্যাপটপকে সুরক্ষিত রাখার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা প্রয়োজন।

শেষ কথা

প্রিয় পাঠক আশা করছি আপনারা অ্যান্টিভাইরাস ব্যবহারের সুবিধা ও অসুবিধা সহ ১০ টি এন্টিভাইরাসের নাম জানতে পেরেছেন। তাছাড়া আরো জানতে পেরেছেন কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার যা জানলে আপনাকে কম্পিউটারে ভাইরাস আক্রমণ থেকে থেকে মুক্ত রাখবে। আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লিংক বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url