মুখের ছোট আঁচিল দূর করার ঘরোয়া উপায় জেনে নিন
মুখের ছোট আঁচিল দূর করার ঘরোয়া উপায়ঃআমাদের মনে অনেকেরই আছে যাদের শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল বের হয় যা মূলত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আঁচিল অনেক সময় ভাইরাসের কারণে অর্থাৎ ভাইরাসের আক্রমণে হয় আবার পোশাকের সংঘর্ষ হয়ে থাকে। আজকে আর্টিকেলটিতে আপনারা মুখের ছোট আঁচিল দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনারা যদি আঁচিল দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
আঁচিল বিভিন্ন কারণে হতে পারে যেগুলো আমাদের জেনে আঁচিল দূর করার ঘরোয়া উপায় জানতে হবে। যা আমরা এই পোস্টে জানানোর চেষ্টা করব।
ভূমিকা
আমাদের শরীরে যে কোন জায়গায় আঁচিল ওঠা একটি বিরক্ত কর ও অস্বস্তির কারণ। এটি বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় ভাইরাসের আক্রমণে এটি হয় আবার এর পোশাকের ঘর্ষণ এর কারণে আঁচিল হয়ে থাকে। এই আঁচিল একেকজনের একেক রকম হয়ে থাকে। অনেকের আকারে বড় হয় অনেকের আবার আকারে ছোট হয়ে থাকে।
আরো পড়ুনঃ দাঁতের ফিলিং কি - দাঁতের ফিলিং কিভাবে করা হয়
তবে জানা যায় অনেকজনের নাকি জন্ম থেকেই আঁচিল থাকে। অনেকে আঁচিল থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খান ও মলম ব্যবহার করেন। তবে এই সমস্যা দূর করতে ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন যা আমরা এই পোস্টটা তুলে ধরব।
আঁচিল দূর করার ঘরোয়া উপায়
আঁচিল দূর করার ঘরোয়া কিছু টিপস রয়েছে যা আমরা এখন আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কিভাবে আঁচিল ঘরোয়া উপায়ে দূর করা যায়।
আঁচিল দূর করার ঘরোয়া উপায়ঃ
- অনেকে বাড়িতেই অ্যাসপিরিন নামে ওষুধ থাকে। আপনি এই অ্যাসপিরিন ওষুধটি গুড়া করে পানির সঙ্গে মিশিয়ে নিবেন ভালোভাবে মিশ্রিত হলে মুখে বা যে জায়গায় আঁচিল বের হয়েছে তার ওপর লাগিয়ে নিন। এভাবে লাগিয়ে সারারাত রেখে দিন। এমনভাবে প্রতিদিন ব্যবহার করতে থাকুন আশা করা যায় ভালো উপকার পাবেন।
- এছাড়া আঁচিল দূর করতে আপনারা অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারেন। কারণ এতে রয়েছে এসিটিক এসিড যা আঁচিল দূর করতে সাহায্য করে। আপনারা এটি প্রতিদিন রাতে আঁচিলের উপর লাগিয়ে রাখবেন।
- আঁচিল নিয়ন্ত্রনে বা আঁচিল দূর করতে আপনারা ঘরোয়া উপায় হিসেবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। এই ভিটামিন ই ক্যাপসুলের তেল বের করে প্রতিদিন রাতে আঁচিলের উপর লাগিয়ে রাখবেন তাহলে আচিল দূর হবে।
- আপনারা কলার খোসা ব্যবহার করতে পারেন, প্রতিদিন রাতে কলার খোসা দিয়ে আঁচিলটিকে সারা রাত ঢেকে রাখবেন। কলার খোসা যদি না পড়ে যায় এজন্য আর কিছু দিয়ে মুখের সঙ্গে বা আঁচিলের জায়গায় আটকিয়ে রাখবেন। কিছুদিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
- রসুন আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যা আমরা অনেক আগে জেনে এসেছি। এই রসুন এ রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল অ্যালিসিন নামক উপাদান। রসুন বেটে মিশ্রণটি প্রতিদিন রাতে আঁচিলের উপর লাগিয়ে রাখলে আঁচিল দূর করনে ভালোভাবে ফলাফল পাবেন।
তবে মনে রাখবেন আপনি যেহেতু আঁচিল দূর করার ঘরোয়া উপায় ব্যবহার করেছেন সেহেতু আপনাকে ধৈর্য ধরে উপায়গুলো ব্যবহার করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। কারণ আপনি সাথে সাথেই ফলাফল পাবেন না, আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে নিয়ম মেনে আঁচিল দূর করতে পারবেন।
মুখের ছোট আঁচিল দূর করার ঘরোয়া উপায়
আপনারা কি মুখের ছোট আঁচিল দূর করতে চান। কিন্তু কোথাও সঠিক তথ্য পাচ্ছেন না। তবে এখানে এসে আপনারা মুখের ছোট আঁচিল দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে পারবেন। মুখের ছোট আঁচিল দূর করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক।
- মুখের ছোট আঁচিল দূর করতে আপনারা কাঁচা গোল আলু ব্যবহার করতে পারেন। কাঁচা গোল আলু গোল করে কেটে আপনার মুখে আঁচিলের উপর কিছুক্ষণ লাগিয়ে রাখুন বা ঘষতে থাকুন দেখবেন আঁচিল দূর হয়ে যাবে।
- মুখের ছোট আঁচিল দূর করার জন্য আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন, কারণ এতে রয়েছে অ্যাসিটিক এসিড যা আপনার আঁচিলের ওপর সারারাত লাগিয়ে রাখলে আঁচিল দূর হয়ে যাবে।
- আমরা জানি এলোভেরা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং কার্যকর। অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়ে মুখের উপর সারারাত লাগিয়ে রাখুন। এভাবে কয়েকদিন লাগিয়ে রাখলে দেখবেন আঁচিল দূর হয়ে যাচ্ছে।
- আঁচিল দূরীকরণে রসুনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রসুনের মিশ্রণ তৈরি করে আপনার মুখের আঁচিলের উপর রাত্রে লাগিয়ে রাখুন। এভাবে কয়েকদিন লাগান ভালো ফলাফল পাবেন।
- তাছাড়া পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বেটে মিশ্রণ তৈরি করে এর রস মুখে ছোট আঁচিলের উপর লাগিয়ে রাখুন। অবশ্য আপনারা তুলোর সাহায্যে এটি ভালোভাবে লাগিয়ে রাখতে পারেন। নিয়মিত ব্যবহার করুন আচিল দূর হয়ে যাবে।
- বেইকিং সোডা আঁচিল দূরীকরণে খুবই কাজকর। আপনি গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কাপড় দিয়ে মিশ্রণটি আঁচিলের উপর কিছুক্ষণ লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করলে আশা করা যায় আঁচিল দূর হয়ে যাবে তবে এখানে আপনাকে ধৈর্য রাখতে হবে।
আঁচিল কেন হয়?
এক ধরনের ভাইরাস সংক্রমণের কারণে এই আঁচিল হয়ে থাকে। আবার অনেক সময় কাপড়ের ঘর্ষণে আঁচিল হয়ে থাকে। আঁচিল যে ভাইরাসটির কারণে হয়ে থাকে তার নাম হিউম্যান প্যাপিলোমা। এর ফলে আঁচিল অনেক সময় দ্রুত বড় হতে থাকে। এক একজনের একেক রকম আকার হয়ে থাকে। তবে অনেকে দ্রুত বড় হয়, আবার অনেকের ছোট থেকে যায়।
শেষ কথা
প্রিয় পাঠক আশা করছি আপনারা আঁচিল সমস্যা সম্পর্কিত সকল কিছু সমাধান পেয়ে গেছেন। আমাদের দেওয়া উক্ত ঘরোয়া নিয়মগুলো ফলো করে আঁচিল দূর করতে পারবেন এবং আঁচিল দূর করতে ভালো ফলাফল পাবেন। তবে ঘরোয়া উপায় ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। তবে সাথে সাথে যদি দূর করতে চান তাহলে আপনাকে স্পেশাল ট্রিটমেন্ট ডাক্তারের কাছে গিয়ে নিতে হবে বা মলম লাগাতে হবে।
যা মূলত ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। তবে আপনারা আঁচিল ঘরোয়া উপায়ে দূর করতে পারবেন। আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং এ ধরনের স্বাস্থ্য রিলেটেড তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।