টাইগার মুরগি কি - টাইগার মুরগি পালনের সুবিধা

বর্তমানে টাইগার মুরগী পালন করে অনেকে ব্যবসায়িক সফল হচ্ছে। তাই আজকে পোস্টটিতে আমরা টাইগার মুরগি কি এবং টাইগার মুরগি পালনের সুবিধা সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি টাইগার মুরগী পালন করে লাভবান হতে চান তাহলে আজকের পোস্টটি টাইগার মুরগি কি এবং টাইগার মুরগি পালনের সুবিধা সম্পর্কে জানতে মনোযোগ সহকারে পড়তে থাকুন।
টাইগার মুরগি কি - টাইগার মুরগি পালনের সুবিধা
বর্তমানে গ্রামগুলোতে টাইগার মুরগি পালনের চাহিদা বেড়ে চলছে।কারণ মাংস ও ডিম পাড়ার জন্য এই মুরগি অতি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানের চাহিদা বেড়েই চলছে। টাইগার মুরগী পালন করে অনেকে ভালো পরিমাণ লাভবান হচ্ছে। আমরা আজকে জানবো টাইগার মুরগি কি এবং টাইগার মুরগি খাবার তালিকা সম্পর্কে জানব।

পোস্ট সূচিপত্র

টাইগার মুরগি কি

টাইগার মুরগি বর্তমানে জনপ্রিয় একটি মুরগি।এটি মাংস ও ডিম পাড়ার জন্য বিখ্যাত। এটি পালন করে ব্যবসায়ীরা অধিক লাভবান হচ্ছে। এই মুরগিটি মাংসের জন্য বিখ্যাত এবং জনপ্রিয়। টাইগার মুরগি বছরে ২০০ থেকে ৩০০ টি ডিম দিয়ে থাকে। এ মুরগির ওজন ৭ থেকে ৮ কেজি পর্যন্ত হয়ে থাকে। এই মুরগি পালনের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে যা আমার একটু পরে জানতে পারবো। 

টাইগার মুরগি পালনের সুবিধা

আপনার অনেকে আছেন যারা টাইগার মুরগি পালনের সুবিধা সম্পর্কে জানতে চেয়েছেন।টাইগার মুরগি বর্তমানে জনপ্রিয় একটি মুরগি।এটি মাংস ও ডিম পাড়ার জন্য বিখ্যাত। এখন আমরা টাইগার মুরগী পালনের সুবিধা সম্পর্কে জানতে পারবো।
  • টাইগার মুরগি রোগ কম হয় অর্থাৎ এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
  • টাইগার মুরগি মাংসের জন্য অধিক জনপ্রিয়। এর ওজন ৭ থেকে ৮ কেজি পর্যন্ত হতে পারে।
  • টাইগার মুরগি বছরে ২০০ থেকে ৩০০ টি ডিম দিয়ে থাকে।
  • খাবার খরচ তুলনামূলকভাবে কম কিন্তু বেড়ে ওঠে দ্রুত।
  • টাইগার মুরগি দেখতে আকর্ষণীয় বড় আকারের হয় যা বাজারে ভালো দামে বিক্রি করা যায়।
  • আর আপনি যদি ডিম থেকে বাচ্চা বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন বা ব্যবসা করেন তাহলে ভালো পরিমাণ লাভবান হওয়া যায়।
  • এই মুরগির ওজন দ্রুত বেড়ে যায় ফলে অধিক লাভবান হওয়া যায়।
  • টাইগার মুরগি সাধারণত ৫-৬ মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে থাকে।
  • যারা নতুন খামার খুলতে চাচ্ছেন তাদের জন্য টাইগার মুরগী পালন করা লাভবান হবে।
  • টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় তেমন বেশি ভ্যাকসিনের দেওয়ার প্রয়োজন পড়ে না।

টাইগার মুরগি কত মাস বয়সে ডিম পাড়ে

টাইগার মুরগি কত মাস বয়সে ডিম পাড়ে আপনারা কি তা জানেন যদি না জেনে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। চলুন তা জেনে জেনে নেই। টাইগার মুরগি মূলত পাঁচ(৫) মাস বয়স বা ২০ সপ্তাহ হলে ডিম পাড়া শুরু করে থাকে।

টাইগার মুরগি বছরে প্রায় ১৮০ থেকে ২০০ টি ডিম দিয়ে থাকে। আর এই টাইগার মুরগি ডিম ভালোভাবে দেয় দুই থেকে আড়াই বছর পর্যন্ত তবে মুরগি ভেদে আলাদা হতে পারে। কারণ বয়স বাড়ার সাথে সাথে টাইগার মুরগি ডিম দেওয়ার ক্ষমতা কমতে থাকে।

টাইগার মুরগি চেনার উপায়

আপনার কি জানেন টাইগার মুরগি চেনার উপায় রয়েছে। যার ফলে আপনারা অরজিনাল টাইগার মুরগি চিনতে পারবেন।গার্হস্থ্য মুরগির একটি হাইব্রিড জাত হল টাইগার মুরগি। এটি গৃহপালিত মুরগির চেয়ে অনেক বড় হয়।টাইগার মুরগিগুলি ব্যতিক্রমীভাবে শক্ত পা থাকার কারণে অন্যান্য মুরগির জাত থেকে আলাদা। 
আরো পড়ুনঃ খালি পেটে এলাচ খাওয়ার উপকারিতা
তাছাড়া এ মুরগির পা মোটা এবং চোখগুলো বড় বড় হয়ে থাকে।এই মুরগি লাল, কালো, ধূসর, ম্যাট, মাল্টিকালার ইত্যাদি বিভিন্ন রঙে পাওয়া যায়। তবে যারা নতুন টাইগার মুরগি পালনের ক্ষেত্রে খামার থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করে নিবেন।

টাইগার মুরগির ভ্যাকসিন

যদিও অন্যান্য মুরগি থেকে টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাও কিছু পরিমাণ ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয় আরো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। নিম্নে টাইগার মুরগির ভ্যাকসিন সম্পর্কে বলা হলো।
  • (বয়স ১-৩ দিন) ভ্যাকসিন (আইবি+ এনডি)
  • (বয়স ৭-৯ দিন) ভ্যাকসিন (আই বি ডি)
  • (বয়স ১৬-১৭ দিন) ভ্যাকসিন (ল্যাসোটা)
  • (বয়স ১৮-২০ দিন) ভ্যাকসিন(আই বি ডি)
  • (বয়স ২৪-২৮ দিন) ভ্যাকসিন(এভিয়ান ইনফ্লুয়েঞ্জা )
  • (বয়স ৩০-৩৫ দিন) ভ্যাকসিন(ফাউল পক্স)
  • (বয়স ৬-৭ সপ্তাহ) ভ্যাকসিন(এনডি)
  • (বয়স ৮ সপ্তাহ) ভ্যাকসিন(ফাউল কলেরা)
  • (বয়স ১২ সপ্তাহ) ভ্যাকসিন(ফাউল কলেরা)
  • (বয়স ১৫-১৬ সপ্তাহ) ভ্যাকসিন(এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1)

টাইগার মুরগির খাবার তালিকা-টাইগার মুরগির খাদ্য তালিকা

টাইগার মুরগিকে সুস্বাস্থ্য রাখতে টাইগার মুরগি খাবার তালিকা বা টাইগার মুরগি খাদ্য তালিকা সম্পর্কে জানা উচিত। কারণ সুষম খাদ্য মুরগিকে দিতে পারে সঠিক পুষ্টি। যারা ফলে মুরগি দ্রুত বেড়ে ওঠে অর্থাৎ ওজন বেড়ে যায় এর জন্য আমাদের খাদ্য তালিকা সম্পর্কে জেনে নেওয়া উচিত।

০ তম দিন

টাইগার মুরগির বাচ্চার জন্মের পর, 0 দিনে, টাইগার মুরগির বাচ্চার ওজন সাধারণত 40 থেকে 45 গ্রামের মধ্যে হয়। 0 তম দিনে, শরীরের বৃদ্ধি 0 এবং গড় উচ্চতা 0। তবে এ দিনে, খাদ্যর অনুপাত 0 এবং খাদ্যের পরিমাণও শূন্য হবে।

১ম দিন

টাইগার মুরগির বাচ্চাদের খাওয়ানোর তালিকা অনুযায়ী, তাদের বয়সের ভিত্তিতে তাদের মোট ওজন হবে 56 গ্রাম। বাঘের মুরগির শরীরের ওজন 40 গ্রাম, এবং এর দৈনিক বৃদ্ধির হার 0। দৈনিক খাদ্য গ্রহণ 13 এবং খাদ্য রূপান্তর হার 0 pts 232 হবে। প্রথম দিনে এখানে মোট খাবারের পরিমাণ হবে 13 গ্রাম।

২য় দিন

টাইগার মুরগির ওজন হবে দ্বিতীয় দিনে ৭২ গ্রাম, প্রতিদিন ১৬ গ্রাম বাড়বে। 417 এ, দৈনিক গড় বৃদ্ধি 0 শতাংশ, এবং খাদ্য পরিবর্তনের হার 0 পয়েন্ট। অতিরিক্তভাবে, দ্বিতীয় দিনে মোট 30 গ্রাম খাবারের জন্য 17 গ্রাম খাবার গ্রহণ করা হবে।

৩য় দিন

জীবনের তৃতীয় দিনে 89 গ্রাম বয়সে, মুরগির বাচ্চা পরিপক্ক হবে। গড়ে 0 বৃদ্ধি এবং দৈনিক বৃদ্ধির হার 17 গ্রাম হবে। এছাড়াও, এই দিনে দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ হবে 21 গ্রাম, এবং খাদ্য রূপান্তর হার হবে 0 পয়েন্ট 573। মোট 51 গ্রাম খাদ্য গ্রহণ করা যাবে।

৪র্থ দিন

বাচ্চার ওজন হবে 109 গ্রাম বয়স চতুর্থ দিনে, দৈনিক 20 গ্রাম এবং গড় দৈনিক বৃদ্ধি শূন্য। অতিরিক্তভাবে, দৈনিক ফিড গ্রহণের পরিমাণ হল 23 গ্রাম, মোট ফিড গ্রহণের পরিমাণ হল 74 গ্রাম, এবং ফিড রূপান্তর হার হল 0 পয়েন্ট 679 গ্রাম।

৫ম দিন

টাইগার মুরগির বাচ্চা পঞ্চম দিনে 131 গ্রাম ওজনের হবে, যা তার বয়সের জন্য উপযুক্ত। অধিকন্তু, প্রতিদিন 22-গ্রাম বৃদ্ধির হার থাকবে। দৈনিক 27 গ্রাম খাদ্য গ্রহণের পাশাপাশি, খাদ্য রূপান্তর হাড় 0 পয়েন্ট 773। এবং বাঘের মুরগি পঞ্চম দিনে মোট 105 গ্রাম খাদ্য গ্রহণ করবে।

৬ষ্ঠ দিন

বয়সের ভিত্তিতে ষষ্ঠ দিনে টাইগার মুরগির ওজন হবে ১৫৭ গ্রাম। তবে ওজন বৃদ্ধির ফলে দৈনিক ওজন বৃদ্ধি হবে 26 গ্রাম, এবং ওজন বৃদ্ধির হার পরিবর্তন হবে না। উপরন্তু, খাদ্য রূপান্তর হার হবে 0 পয়েন্ট 841 গ্রাম, দৈনিক খাদ্য গ্রহণ 31 গ্রাম এবং মোট খাদ্য গ্রহণ 132 গ্রাম।

৭ম দিনের টাইগার মুরগির খাবার তালিকা 

সাতদিনে পৌঁছলে টাইগার মুরগির বাচ্চার ওজন হবে ১৮৫ গ্রাম। উপরন্তু, তারা প্রতিদিন 28 গ্রাম লাভ করবে। টাইগার মুরগির গড় দৈনিক বৃদ্ধি সপ্তম দিনে পরিবর্তিত হবে, 26.4 এ পরিবর্তিত হবে। দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ হবে 35 গ্রাম, এবং মোট খাদ্য গ্রহণের পরিমাণ হবে 167 গ্রাম, খাদ্য রূপান্তর হার 0.902 ছাড়াও। তাহলে আপনারা বুঝতে পারলেন সপ্তম দিনে টাইগার মুরগির খাবার তালিকা কি হবে।

টাইগার মুরগির বাচ্চার দাম 

অনেকে আছেন টাইগার মুরগি পালন করে ব্যবসা করতে চান তবে টাইগার মুরগির বাচ্চার দাম কত তা জানেন না। না জানার কারণে বেশি দাম দিয়ে কিনে ফেলেন ফলে লসে থাকতে হয়। তাই আমরা আজকে টাইগার মুরগী বাচ্চার দাম নিয়ে আলোচনা করব।

টাইগার মুরগির বাচ্চার দাম মূলত ৩০ থেকে ৪০ টাকা এর মধ্যে হয়ে থাকে। তবে দাম হালকা ওঠা নামা করে। দাম বিভিন্ন কারণে উঠানামা করতে পারে , কিন্তু মূলত টাইগার মুরগির বাচ্চার দাম 30 থেকে 40 টাকার মধ্যে সীমাবদ্ধ। আপনারা তাহলে বুঝতে পারছেন কেনার আগে অবশ্যই দাম ও কোয়ালিটি বাছাই করে নিবেন।

শেষ কথাঃ টাইগার মুরগির খাবার তালিকা

আশা করছি আপনারা টাইগার মুরগি কি, টাইগার মুরগি পালনের সুবিধা এবং টাইগার মুরগির খাবার তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা যদি টাইগার মুরগি পালন করে লাভবান হতে চান তাহলে টাইগার মুরগির সম্পর্কিত সকল কিছু জেনে কাজ করা শুরু করবেন। আজকের আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এ ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url