যেকোনো ওয়েবসাইট এর টেক্সট বা লেখা কপি করুন - কোনরকম ঝামেলা ছাড়া
আপনার অনেকেই যে কোন ওয়েব সাইটে এর টেক্সট বা লেখা কপি বা সংগ্রহ করতে পারেন না। ওয়েবসাইটে দেওয়া থাকে হাই লেভেলের সিকিউরিটি। আপনাকে যেকোন ওয়েবসাইটের টেক্সট বা লেখা কপি করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আপনি যদি যেকোনো ওয়েবসাইট এর টেক্সট বা লেখা কপি করতে চান তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।আর্টিকেল আপনারা ওয়েবসাইটের টেক্সট বাক্য লেখা কপি করার নিয়ম জানতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে গুগল ক্রোম ব্যবহার করা।
ভূমিকা
আপনার অনেকে আছেন যারাযেকোনো ওয়েবসাইট এর টেক্সট বা লেখা কপি করতে পারেন না। অর্থাৎ আপনার প্রয়োজনে কোন লেখা সংগ্রহ করতে এটির প্রয়োজন হয়। এগুলো করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। যা আমাদের জানতে হবে। জানার জন্য নিচের দেওয়া পদ্ধতি গুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন।
যেকোনো ওয়েবসাইট এর টেক্সট বা লেখা কপি করুন
চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যেকোনো ওয়েবসাইট এর টেক্সট বা লেখা কপি করার নিয়ম।
- প্রথমে GOOGLE CHROME এর ৩ ডট মেনুতে ক্লিক করতে হবে।
- এর পর Extensions এ ক্লিক করে visit chrome webstore এ ক্লিক করতা হবে।
- এবার search bar a (simple Allow copy) লিখতে হবে Then press Enter ।
- এবার simple Allow copy এর icon আসবে ।icon click করে add to chrome---add extensions a click করতে হবে।
- এবার google chrome এ back আসার পর উপরে একটা extionsion icon show করবে।
- ক্লিক icon and pin extension।
- এখন একটা Icon উপরে আসবে ।
- এখানে icon এ একবার click করলে সকল টেক্সট কপি হবে।২য় বার ক্লিক করলে off হবে।
আরো পড়ুনঃ এমোলেড ডিসপ্লে কি? মোবাইলের জন্য কোন ডিসপ্লে ভালো
LinkBangla.com