যেভাবে এন্ড্রয়েড ফোনে Bloatware রিমুভ করবেন - bloatware on android
Bloatware কি, Bloatware কেন ফোনে থাকে, Bloatware থাকার অসুবিধা, Bloatware কিভাবে রিমুভ কর্ব,এন্ড্রয়েড ফোনে Bloatware remove করার পদ্ধতি এসব বিষয় নিয়ে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক,কিভাবে এন্ড্রয়েড ফোনে ব্লোটওয়্যার রিমুভ করা যায় এবং ব্লোটওয়্যার কি,ব্লোটওয়্যার কেন ফোনে থাকে।Remove bloatware on android
পোস্ট সূচীপত্র ঃ কিভাবে এন্ড্রয়েড ফোনে Bloatware রিমুভ করব-এন্ড্রয়েড ফোনে অ্যাপস রিমুভ করা যায়
কিভাবে ব্লোটওয়্যার রিমুভ করতে হয় এবং আপনি কিভাবে ব্লোটওয়্যার রিমুভ করবেন তা জানার আগে ব্লোটওয়্যার কি? তা একটু জেনে নেই।
ভুমিকাঃ bloatware on android
অবাঞ্ছিত প্রি-ইনস্টল করা সফ্টওয়্যার যা ব্লোটওয়্যার নামেও পরিচিত। এটি অ্যান্ড্রয়েড ফোনে প্রি-ইনস্টল অ্যাপস হয়ে থাকে।এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো Bloatware নামে পরিচিত।আপনি সেটিংস্ এ গেলে দেখতে পাবেন অনেক অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে। যাহা আপনার ডিভাইসকে স্লো এবংস্টোরেজে জায়গা নষ্ট করে থাকে।
Bloatware কেন ফোনে থাকে
বিভিন্ন ডিজিটাল কোম্পানি গুলো মার্কেটিং করার জন্য এন্ড্রয়েড ফোনে প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে থাকে। এন্ড্রয়েড ফোনের কোম্পানিগুলো তাদের চুক্তি অনুযায়ী বিভিন্ন অ্যাপস দিয়ে থাকে। যে অ্যাপস গুলো আমাদের দৈনন্দিন জীবনে তেমন প্রয়োজনীয় নয়। এই এক্সট্রা অ্যাপ গুলো আপনার ফোনকে ধীরগতি সম্পন্ন করে দেয়। এই জন্য আজ আমরা এই অ্যাপসগুলো রিমুভ করব।
আরো পড়ুন ঃকিভাবে যেকোনো ওয়েবসাইট এর টেক্সট কপি করতে পারি।
Bloatware থাকার অসুবিধা
Bloatware গুলো আপনার ফোনে ram এবং storage এ জায়গা দখল করবে। ফলে আপনার ফোন অনেক ধীর গতি সম্পন্ন হবে। এই অপ্রয়োজনীয় অ্যাপ গুলো আমরা রিমুভ করতে পারি। bloatware অ্যান্ড্রয়েড ফোনের কর্মক্ষমতা অবনতি করে।উদাহরণস্বরূপ, ব্লোটওয়্যার দ্বারা কম শক্তিশালী ডিভাইসগুলি বুট আপ হতে দীর্ঘ সময় নিতে পারে, প্রতিক্রিয়ার সময় ধীর হতে পারে বা স্টোরেজ সমস্যা হতে পারে। এছাড়াও আপনার ফোন হ্যাং করতে পারে। তাই আমাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো রেখে অপ্রয়োজনে অ্যাপসগুলো রিমুভ করা উচিত।
এন্ড্রয়েড ফোনে Bloatware রিমুভ করার পদ্ধতি
১/ প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইসে দুটি অ্যাপ ইন্সটল করতে হবে। অ্যাপস দুটি হলঃ
![]() |
Pakage viewer |
এই অ্যাপস দুটি আপনাকে ফোন এ ইনস্টল করতে হবে।
Pakage viewer অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাবেন।
- এবার আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের Developer অপশনে যাইতে হবে। আমরা সবাই জানি Developer Option কিভাবে অন করতে হয়।
- Developer Option এ গিয়ে Usb debugging and wireless debugging অপশন অন করতে হবে।
- এবার আপনার অ্যাপস ডয়ার থেকে local adb অ্যাপস ওপেন করতে হবে।
- অ্যাপস টি ওপেন করার পর দুটি অ্যাপ একসাথে চালানোর জন্য split screen করতে হবে।local adb এবং সেটিংস থেকে Developer একসাথে split screen করুন।
- এবার split স্ক্রিন করার পর port এবং pairing code চাইবে। নিম্নের চিত্র অনুযায়ী কোডগুলো বসাবেন।
- pairing code বসানোর পর ওকে ক্লিক করুন। এরপর কমান্ড মোড আসবে।
- Command mode এ নিমুক্ত কোড গুলো লিখুনঃpm uninstall -k --user 0
- command লেখার পর কোন এপ্স গুলো আপনি রিমুভ বা আনইন্সটল করতে চান সেটার নাম সিলেক্ট করতে হবে প্যাকেজ ভিউয়ার অ্যাপস থেকে।
- COM যুক্ত নামগুলো command গিয়ে লিখতে হবে। উদাহরণ স্বরূপঃ
- pm uninstall -k --user 0 com.fineshell.fin লিখে ওকে তে ক্লিক করলে সাকসেস দেখাবে।
- pm uninstall -k --user 0 (space)এই কোড গুলো ঠিকমতো Space দিয়ে লিখতে হবে। স্পেস না দিলে কোড গুলো কাজ করবে না।
Bloatware পুনরায় ইন্সটল করা
- পুনরায় অ্যাপস গুলো ব্যাক আনার জন্য আপনাকে একই ভাবে কাজ করতে হবে। নিচের কোডটি লিখে কাজ করুন। pm install-existing --user 0
Bloatware রিমুভ করায় সমস্যা
আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি সব অ্যাপস রিমুভ করতে পারবেন না। এখানে কিছু সিস্টেম অ্যাপস রয়েছে যা remove অথবা delete করলে আপনার ফোনের সিস্টেম ক্রাশ করতে পারে। সিস্টেম ঠিকমতো না ও কাজ করতে পারে তাই অবশ্যই এই কাজ করার আগে আপনি জেনে নিবেন কোন অ্যাপ গুলো আপনি রিমুভ করতে পারবেন।
অবশ্যই আপনি সিস্টেম অ্যাপস গুলো রিমুভ করবেন না। উদাহরণঃ google, playstore,camera,phone app,gallary,system setting এছাড়া আরো অনেক অ্যাপস রয়েছে যা আমরা সবাই জানি এগুলো রিমুভ করা যাবে না। অ্যাপস রিমুভ করার আগে অবশ্যই আগে চেকিং করে নিবেন যে কোন গুলো রিমুভ করা যাবে।
Note That:
আজকে পোস্টে আমি আপনাদের কিভাবে এন্ড্রয়েড ফোনে Bloatware রিমুভ করবেন এর সম্পর্কে বলেছি যা ব্যবহার করে যে কেউ নিজের এন্ড্রয়েড ফোনে Bloatware রিমুভ করতে পারবেন। কিন্তু, যদি এন্ড্রয়েড ফোনে Bloatware রিমুভ করার সময় আপনার মোবাইলের কোনোরকম ক্ষতি সাধন হয়, তাহলে তার জন্য দ্বায়ী আমি বা আমার ব্লগ (linkbangla.com) না।
তাই এন্ড্রয়েড ফোনে Bloatware রিমুভ করার আগে অবশ্যই ভেবে নিবেন এবং পেশাদার এক্সপার্ট এর কাছে সাহায্য নিবেন। কোনরকম সমস্যা হলে আমি বা আমার ব্লগ এর জন্য দায়ী থাকবো না।তাই এন্ড্রয়েড ফোনে Bloatware রিমুভ করার আগে অবশ্যই ভেবে নিবেন এবং পেশাদার এক্সপার্ট এর কাছে সাহায্য নিবেন।
শেষ কথা
ইতিমধ্যে আমরা জেনেছি কিভাবে apps remove এবং delete করতে হয়। এই কাজগুলো করলে আমাদের ফোন ফার্স্ট এবং দ্রুত গতি সম্পন্ন হবে। অ্যাপস গুলো রিমুভ করার আগে অবশ্যই দেখে শুনে রিমুভ করবেন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।