ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায় জেনে নিন

বর্তমানে ছেলেদের মুখে ব্রণ হাওয়া সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের এই পোস্টটিতে আপনারা ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায় সম্পর্কে জানতে পারবেন। আপনার মুখে যদি ব্রণ হয়ে থাকে তাহলে ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায় পোস্টটি পড়তে পারেন। তাই ছেলেদের ব্রণ দূর করার জন্য ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায় সম্পর্কে জানা অতি গুরুত্বপূর্ণ। এছাড়া আরো জানতে পারবেন ব্রণ কেন হয় এ সম্পর্কে।
ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায়
আপনি কি জানেন ছেলেদের মুখের ব্রণ কিভাবে দূর করা যায়, যদি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি ছেলেদের মুখের ব্রন দূর করার ১৫ উপায় সম্পর্কে জেনে নিন। তাহলে আপনারা যারা ছেলেরা মুখের ব্রণ দূর করতে পারবেন।

ভূমিকাঃ ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায়

যৌবন বয়সে ছেলেদের মুখে ব্রণ হওয়া একটি অস্বস্তি ব্যাপার। বর্তমানে ছেলেদের জন্য ব্রণ একটি বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।এটি কেবল তাদের চেহারাকেই নষ্ট করে না বরং তাদের আত্মবিশ্বাসকেও নষ্ট করতে পারে। তাই আমাদের যারা ছেলে আছেন তারা ব্রণ দূর করার উপায় সম্পর্কে জেনে নেওয়া উচিত। আজকে আপনারা ৭ দিনে ব্রণ দূর করার উপায়, ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম এবং মুখে ব্রণ দূর করার উপায় সম্পর্কে জানতে পারবেন।

ব্রণ সাধারণত ছয় প্রকার। যথাঃ 
  • হোয়াইটহেডসঃবন্ধ প্লাগড ছিদ্র।
  • ব্ল্যাকহেডসঃ প্লাগড ছিদ্র।
  • প্যাপিউলসঃ ছোট লাল, কোমল বাম্প।
  • Pustulesঃ পিম্পল যেগুলির গোড়ায় লাল এবং উপরের দিকে পুঁজ থাকে।
  • নোডুলসঃপৃষ্ঠের নীচে বড়, শক্ত, বেদনাদায়ক পিণ্ড।
  • সিস্টঃ পৃষ্ঠের নীচে বেদনাদায়ক, পুঁজ-ভরা পিণ্ড।
আরো পড়ুনঃ ডায়ালাইসিস করলে কি কিডনি ভালো হয়
বিশেষ করে যাদের তৈলাক্ত মুখ রয়েছে তাদের ক্ষেত্রে ব্রণের সমস্যা অধিক হয়ে থাকে। যেসব ছেলেদের মুখে ব্রণ রয়েছে তারা হয়তো ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায় সম্পর্কে জানে না। তাই আপনি যদি ছেলে হয়ে থাকেন এবং ব্রণ দূর করতে চান তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ছেলেদের মুখের ব্রণ দূর করার উপায়

আমরা আপনাদের কাঙ্খিত ছেলেদের মুখের ব্রণ দূর করার উপায় বিষয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। বর্তমানে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও অধিকার  হারে মুখে ব্রণ হচ্ছে। এই ব্রণ দূর করার জন্য আপনাদের কিছু উপায় অবলম্বন করতে হবে। আর এই উপায় গুলো ছেলেদের মুখের ব্রণ দূর করার উপায় পোস্টে আলোচনা করা হয়েছে। চলুন জেনে নেই ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায় সম্পর্কে।
  • অতিরিক্ত রোদে যাবেন না।অত্যধিক রোদ আমাদের ত্বকে বাদামী দাগকে আরও দৃশ্যমান করে তোলে। এটি এই জায়গাগুলিকে আরও ভাল করে ফুটিয়ে তোলে। আর সূর্যের তাপ আপনার ত্বককে ফ্যাকাশে করে দেয় এবং যদি আপনাকে রোদে বের হতে হয় তবে আপনার সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত।
  • এছাড়া আপনারা ব্রণ দূর করার জন্য ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। মুখে তলাক্ত ভাব দূর করার চেষ্টা করবেন।
  • ব্রণ করার জন্য আপনারা ফ্রিজের ঠান্ডা বরফ ব্যবহার করতে পারেন। মুখে ব্রণ থাকলে ব্রণের উপর বরফ নিয়ে ৫ থেকে ১০ মিনিট ধরে রাখবেন। ফলে দেখবেন ব্রণ সংকুচিত হতে শুরু করবে এবং দূর করা যাবে।
  • ব্রণ দূর করার ক্ষেত্রে আপনারা ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন। কারণ এতে রয়েছে ভিটামিন যা ব্রণ দূর করতে সাহায্য করে। ডিমের মধ্যে থেকে সাদা অংশ বের করে নিয়ে 10 থেকে 15 মিনিট মুখে ব্রণের উপর মাখিয়ে নিবেন। পরে পরিষ্কার করে মুখ ধুয়ে নিন।
  • মুখের তৈলাক্ত ভাব দূর করার ক্ষেত্রে পেঁপে অত্যাধিক পরিমাণে সাহায্য করে। আর এটি ব্রণ দূর করার ক্ষেত্রে অভাবনীয় ভাবে কাজ করে। আপনারা পেঁপে টুকরা করে পেস্ট তৈরি করুন। পেঁপে মিশ্রিত পেস্ট মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর আস্তে আস্তে ধুয়ে ফেলুন।
  • এমন অনেকে আছে যারা মুখের ব্রণ দূর করার জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকেন যা ব্যবহার করে একদম ঠিক নয় যদি আপনার ত্বকে বা মুখে কসমেটিক্স সেট না হয় তাহলে ব্রণ দূর হওয়ার থেকে বরং বেড়ে যেতে পারে।
  • মুখের ত্বক ভালো রাখতে ভিটামিন সি ব্যবহার করুন। দেহে ভিটামিন সি এর ঘাটতি হলে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই চেষ্টা করবেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া।
  • মুখে ব্রনের দাগ দূর করতে লেবুর ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা লেবুর রস মুখে ব্রণ যে জায়গায় হয়েছে সেই জায়গাতে লাগাতে পারেন। ফলে ব্রণ শুকাতে শুরু করবে।
  • ব্রণ মুখের যেখানে হবে সেখানে হাত দেওয়া থেকে বিরত থাকবেন। হাত দিলে ব্রণ স্থায়ী হয়ে যায়।
  • সবসময় মুখ পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাইরে থেকে আসার পর আর ঘন ঘন পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন।
  • মুখ সবসময় তৈলাক্ত রাখা থেকে বিরত রাখবেন। কারণ তৈলাক্ত মুখ ব্রণের উৎপত্তি ঘটায়। তাই ঘন ঘন পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন।
  • মুখে আজেবাজে সাবান ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর যথাসম্ভব ভালো ফেসওয়াশ ব্যবহার করবেন।
আশা করি আপনারা ছেলেদের মুখের ব্রণ দূর করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। উক্ত উপায় গুলো অবলম্বন করলে ব্রণ থেকে মুক্তি পাওয়া যাবে। আপনার আরো জানতে পারবেন ৭ দিনে ব্রণ দূর করার উপায়,দ্রুত ব্রণ দূর করার উপায় সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন।

৭ দিনে ব্রণ দূর করার উপায়

ব্রণ এমন এক সমস্যা যা চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। এর ফলে সকলেই বিভিন্ন ধরনের উপায় যেমন একদিনে ব্রণ দূর করার উপায় ও ৭ দিনে ব্রণ দূর করার উপায় সম্পর্কে জানতে চেয়েছেন। আমি এমন কিছু স্টেপ শেয়ার করব যা আপনি ফলো করে ৭ দিনে মুখে ব্রণ দূর করতে পারবেন।
  • যারা সাত দিন বা একদিনে মুখের ব্রণ দূর করতে চাচ্ছেন তাদের জন্য বলি আপনারা রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পেস্ট ব্রণ উপর লাগিয়ে নিবেন এতে সকালে দেখতে পাবেন আপনার ব্রণ অনেকটা ছোট হয়ে মিশে যাচ্ছে। এভাবে পেস্ট লাগিয়ে কিছুদিন ব্যবহার করবেন ফলে দেখতে পাবেন আপনার ব্রণ দূর হয়ে যাচ্ছে।
  • এক চা চামচ মধুর সঙ্গে কিছু পরিমাণ লেবুর রস মিশিয়ে নিন। মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এবার মিশ্রণটি মুখে ব্রনের উপর লাগিয়ে নিন। এভাবে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার করে মুখ ধুয়ে নিন। এভাবে এক সপ্তা ব্যবহার করুন।
  • এছাড়া চন্দন কাঠের সঙ্গে দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিবেন। এভাবে শুকিয়ে গেলে মিশ্রণটি ২০-৩০ মিনিট পর ধুয়ে নিন। এভাবে কয়দিন লাগালে আপনার মুখের ব্রণ কমে যাবে। মুখ উজ্জ্বল হবে।
  • মুখের ব্রন দূর করতে রসুনের ভুমিকা অনেক।ব্রনের উপর হাল্কা করে লাগিয়ে নিবেন।দেকতে পাবেন আপনার ব্রন দূর হয়ে যাচ্ছে।
উক্ত স্টেপ গুলো ফলো করে আপনারা ৭ দিনে ব্রণ দূর করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন ৭ দিনে ব্রণ দূর করার উপায় কি কি।

দ্রুত ব্রণ দূর করার উপায়

অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন দ্রুত ব্রণ দূর করার উপায় সম্পর্কে। কারণ ব্রণ এমন একটি সমস্যা যা চেহারা সৌন্দর্য নষ্ট করে ফেলে। আর এর জন্য সকলেই দ্রুত ব্রণ দূর করার উপায় খুঁজে বেড়াচ্ছে। চলুন আমরা জেনে নেই দ্রুত ব্রণ দূর করার উপায়।
  • ব্রণ দূর করতে আপনারা বরফ ব্যবহার করতে পারেন। মুখে ব্রণের উপর বরফ লাগিয়ে রাখবেন। বরফ কাপড়ের সঙ্গে পেঁচিয়ে আপনার মুখের ব্রণের উপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর দেখতে পাবেন মুখে ব্রণ ছোট হয়ে আসছে। এভাবে কয়েক দিন ব্যবহার করুন দেখবেন ব্রণ দূর হয়ে যাচ্ছে।
  • লেবুর রসে রয়েছে ভিটামিন সি যা সাইট্রিক অ্যাসিড নাম হিসেবে পরিচিত এটি ব্যবহার করলে মুখে ব্রণ দূর করা যায়। ত্বকে জ্বালাপোড়া ভাব দূর হয়। লেবুর রস প্রতিদিন মুখের উপর লাগিয়ে রাখুন। ২০ থেকে ৩০ মিনিট পর মুখ পরিষ্কারভাবে ধুয়ে নিন। এভাবে কয়দিন লেবুর রস ব্যবহার করুন ভালো ফলাফল পাবেন।
  • রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ব্রণ দূর করতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল করে থাকে। আপনি ঘুমানোর আগে অবশ্যই অ্যালোভেরা পাতা থেকে আঠালো পদার্থ বের করে মুখে লাগিয়ে রাখবেন আপনি চাইলে সারারাত এটি লাগিয়ে রাখতে পারবেন। এটি আপনার মুখের কালো দাগ দূর করতে সাহায্য করবে।
  • এছাড়া চন্দন কাঠের সঙ্গে দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিবেন। এভাবে শুকিয়ে গেলে মিশ্রণটি ২০-৩০ মিনিট পর ধুয়ে নিন। এভাবে কয়দিন লাগালে আপনার মুখের ব্রণ কমে যাবে। মুখ উজ্জ্বল হবে।
  • মুখের তৈলাক্ত ভাব দূর করার ক্ষেত্রে পেঁপে অত্যাধিক পরিমাণে সাহায্য করে। আর এটি ব্রণ দূর করার ক্ষেত্রে অভাবনীয় ভাবে কাজ করে। আপনারা পেঁপে টুকরা করে পেস্ট তৈরি করুন। পেঁপে মিশ্রিত পেস্ট মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর আস্তে আস্তে ধুয়ে ফেলুন।
  • এছাড়া চা গাছের তেল ব্যবহার করতে পারেন। চা গাছের তেলে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা ব্রণের ক্ষত নিরাময়ে সাহায্য করে।

ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম

বর্তমানে ছেলেরা ব্রণের সমস্যায় জর্জরিত হয়ে ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম খুঁজে বেড়াচ্ছে। আর এই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম। তবু অনেকে আছে যারা ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম জানেনা।

বেনজয়াইল পারক্সাইডঃ বিভিন্ন আকারে পাওয়া যায় (জেল, ক্রিম, ওয়াশ), বেনজয়ল পারক্সাইড ত্বকের ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং ছিদ্র বন্ধ করতে সাহায্য করে। ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম "ট্রেটিভা ১০ এম জি ক্যাপসুল (Tretiva 10 MG Capsule)" এটি অন্যতম। 

স্যালিসিলিক অ্যাসিডঃএই এক্সফোলিয়েটিং উপাদানটি মৃত ত্বকের কোষগুলিকে অপসারণ করতে এবং ছিদ্রগুলিকে বন্ধ করতে সাহায্য করে, এটি ব্রণের জন্য একটি কার্যকর চিকিৎসা করে তোলে।
আরো পড়ুনঃ হার্ট ভালো রাখার উপায় ও করণীয়
টপিকাল রেটিনয়েডসঃট্রেটিনোইন বা অ্যাডাপালিনের মতো এই ওষুধগুলি ত্বকের কোষের টার্নওভার নিয়ন্ত্রণ করতে, আটকে থাকা ছিদ্রগুলি প্রতিরোধ করতে এবং প্রদাহ হ্রাস করতে সাহায্য করে।
ব্রণের জন্য কোনো ওষুধ শুরু করার আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদার চিকিৎসক, সাধারণত একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন।

ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম

ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নামের সাথে সাথে ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম রয়েছে যা আপনাদের জেনে নেওয়া উচিত। চলুন জেনে নেই ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম।
  • Neutrogena Oil-Free Acne Wash
  • Cleansers with Benzoyl Peroxide
  • Cetaphil DermaControl Oil Control Moisturizer
  • Pond’s Men Oil Control Face Wash
  • Garnier Acno Fight 6 in1 Pimple Clearing Face Wash
  • Mankind Acnestar removal gel
  • Nivea Whitening Oil Control Moisturizer for Men
  • Clean & Clear Pimple Clearing Face Wash 
উক্ত ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম গুলো ব্যবহার করে ছেলেদের মুখে ব্রণ দূর করা যায়। তবে আমি ফেসওয়াশ ব্যবহার করার সাজেশন দেই না। আপনারা ছেলেদের মুখের ব্রণ দূর করার ১৫ উপায় গুলো জেনে ব্রণ দূর করতে পারবেন। তাহলে আর ব্রণ দূর করার ক্রিমের প্রয়োজন হবে না।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন(FAQs)

মুখে ব্রণ হওয়ার কারণ কি?
উত্তরঃ সাধারণত ত্বকে সমস্যা থাকলে মুখে ব্রণ হয়ে থাকে। এছাড়া তৈলাক্ত  ত্বকে ব্রণ হতে পারে।

ব্রণের কালো দাগ দূর করার উপায় কি?
উত্তরঃ আপনি ঘুমানোর আগে অবশ্যই অ্যালোভেরা পাতা থেকে আঠালো পদার্থ বের করে মুখে লাগিয়ে রাখবেন আপনি চাইলে সারারাত এটি লাগিয়ে রাখতে পারবেন। এটি আপনার মুখের কালো দাগ দূর করতে সাহায্য করবে।

ব্রণ কত প্রকার?
উত্তরঃ ব্রণ ৬ প্রকার।

ব্রণ কিভাবে কমবে?
উত্তরঃ বরফ কাপড়ের সঙ্গে পেঁচিয়ে আপনার মুখের ব্রণের উপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর দেখতে পাবেন মুখে ব্রণ ছোট হয়ে আসছে। এভাবে কয়েক দিন ব্যবহার করুন দেখবেন ব্রণ দূর হয়ে যাচ্ছে।

শেষ কথাঃ ছেলেদের মুখের ব্রণ দূর করার উপায়

আশা করছি আপনারা ছেলেদের মুখের ব্রণ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। জেনে থাকলে অবশ্যই উপায় গুলো ফলো করে ব্রণ দূর করতে পারবেন। আরো জানলেন ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম,ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম,দ্রুত ব্রণ দূর করার উপায়।আপনার যদি আর্টিকেলটি ভাল লাগে থাকে তাহলে পরিচিতদের সাতে শেয়ার করুন।আর এমন খবর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url